
সোনারগাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন নেতৃত্বে এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকৃত ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়f
এর পূর্বে কমিউনিটি পুলিশের সহায়তায় থানা ও কলেজ রোডে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার নেতৃত্ব দেন অনিক খান সিয়াম যুগ্ন সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা।
এসময় মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, এসএসসি পরিক্ষার সম্পূর্ণ সময়ে সোনারগাঁয়ে সকল পরিক্ষার কেন্দ্রগুলোতে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচী চলমান থাকবে।
যুগ্ন সদস্য সচিব অনিক খান সিয়াম বলেন, পরীক্ষার্থীরা নানবিধ কারণে মানসিক চাপে থাকে এর মাঝে যানজট তাদের চাপকে অনেকাংশে বাড়িয় দেয় আমরা যেদিন গুলোতে পরিক্ষা থাকবে সে দিনগুলোতে তারা যেন নির্বিঘ্নে হলে পোছাতে পারে তার জন্য কাজ করে যাবোf
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফারজানা, সহ মুখপাত্র শাফিন আহমেদ, সদস্য হোসাইন ভূইয়া, ইরফান সাদিক, মোঃ রিফাত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্যবৃন্দ।