
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
ইসলামী যুব আন্দোলনের নেতারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তারা এই উদ্যোগ নিয়ে থাকেন।
তাদের বিশ্বাস, এ ধরনের সহায়তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
ঈদ সামগ্রীর প্যাকেটে ছিল সেমাই, চিনি, তেল, আলু ও পেঁয়াজ, যা অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়নের সহ-সভাপতি মুহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাইদুল, বারদি ইউনিয়নের সভাপতি মুহাম্মদ হযরত আলী, জামপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আরিফ এবং সাদিপুর ইউনিয়নের সভাপতি মাওলানা গোলজার হোসেন উপস্থিত ছিলেন।
সোনারগাঁ যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মনির হোসেন বলেন, আমরা চাই, সমাজের প্রতিটি অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন তাদের মুখে একটু হাসি ফোটাতে পারে, এটাই আমাদের বড় প্রাপ্তি।
সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, ইসলামী যুব আন্দোলন সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।