নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৬ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৬, ২৪ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ের আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।  

প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাহফুজ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ফজল মিয়া ও নুরুল কামাল সাহেব। অনুষ্ঠানে সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা) থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  

এসময় আরও উপস্থিত ছিলেন, মজলিস মসজিদের সাবেক ইমাম ও খতিব জনাব আলহাজ্ব নুরুল কামাল, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন বিন হাবিব,আবুল হোসেন মেম্বার, দেওয়ান ডাক্তার, রকিব হাসান, স্থানীয় গণমাধ্যমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।