নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৫ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে দলিল লিখকের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৩, ২৩ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে দলিল লিখকের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি 

সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক শহীদ সরকারের সনদ সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে উপজেলা সাব রেজিষ্টি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক শহীদ সরকার উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের দোসররা তার সুনাম ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা ও হয়রানী মূলক অভিযোগ দায়েরের পর তার দলিল লিখকের সনদ স্থগিত করা হয়।

পরে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট প্রমানিত হয়। তিনি দ্রুত সনদ স্থগিতাদের প্রত্যাহার করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান। সংবাদ সম্মেলনে দলিল লিখকরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: