নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে মসজিদ কমিটির সহ-সেক্রেটারিকে কুপিয়ে যখম 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ১০ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে মসজিদ কমিটির সহ-সেক্রেটারিকে কুপিয়ে যখম 

সোনারগাঁয়ে মোফাজ্জল হোসেন (৪৮) নামের একজন মসজিদ কমিটিকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন। মারাক্তক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানাযায়, উপজেলার সাদিপুর ইউনিয়ন চোত্রাপাশা কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ১৫ বছর পর পরিবর্তন করার ক্ষোপে নতুন কমিটির সহ-সেক্রেটারি মোফাজ্জলের উপর হামলা করেছেন ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর আজমাঈল খন্দকারের নেতৃত্বে পূর্বে পরিকল্পিত ভাবে ছাত্রলীগ নেতা শফিকুল খন্দকার, সাদিকুর খন্দকারসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সজ্জা সজ্জিত হয়ে  মোফাজ্জলের উপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তক জখম করেন। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

আহত মোফাজ্জল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় মাগরিব নামাজ শেষে চোত্রাপাশা খেজুর তলা দোকানে গেলে আমার উপর হামলা করেন তারা। আমি হামলার ন্যায় বিচার দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: