নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫

ধর্ষণ-নির্যাতন-হেনস্তার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১১, ১০ মার্চ ২০২৫

ধর্ষণ-নির্যাতন-হেনস্তার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের উপর নির্যাতন, নিপীড়ন , ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল। 

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময়ে সোনারগাঁ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা দেওয়ার জোরদার দাবি জানায়।

বক্তব্যে বক্তরা বলে, ২৪ এর নতুন দেশে আমরা শান্তি শৃঙ্খলার প্রত্যাশা করি৷ অথচ আমাদের মা-বোনরা রাস্তাঘাটে অনিরাপদ। তাদের উপর ঝাপিয়ে পড়ছে নরপিশাচরা। আমরা প্রত্যেকটা ধর্ষণের যথাযথ বিচার চাই। বর্তমানে শিশুরাও নিরাপদ নাই, বগুড়ার ৮ বছর বয়সী ছোট্ট বাচ্চাকে অমানবিকভাব ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অপরাধীদের অতি দ্রুত ফাঁসি দেওয়া লাগবে সরকারকে। 
তারা আরও বলে, ৬ মাস অতিবাহিত হওয়া সত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। যেখানে সেখানে মব ঘটছে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ।