নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার 

সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ক্ষতবিক্ষত কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত মনির হোসেন, উপজেলার ফতেপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে। সে দুই বছর ধরে দ্বিতীয় বিয়ে করে উপজেলার কাচঁপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসার পর থেকেই নিখোঁজ ছিলেন। 

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে যায়।