নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫

 সোনারগাঁয়ে নবায়নযোগ্য শক্তির প্রচারে ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০১, ১৩ জানুয়ারি ২০২৫

 সোনারগাঁয়ে নবায়নযোগ্য শক্তির প্রচারে ক্যাম্পেইন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন বছরের শুরুতে নবায়নযোগ্য শক্তির স্বপ্ন: ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর আয়োজনে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের আহ্বানে ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায়  এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে "ডব ঐধাব ধ উৎবধস: গড়ৎব ঋঁহফ রহ জবহবধিনষব ঊহবৎমু" এই থিমটি নিয়ে সারা দেশে একটি নতুন চিন্তার সূচনা হয়েছে।

ক্যাম্পেইনে বিভিন্ন নবায়নযোগ্য শক্তি উৎস, যেমন সৌরশক্তি, বায়ুশক্তির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের মতো একটি দেশের জন্য নবায়নযোগ্য শক্তিই হবে ভবিষ্যতের শক্তির উৎস। এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাতকে নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইএসএডিএসের চেয়ারম্যান বলেন, "নবায়নযোগ্য শক্তি আমাদের পরিবেশ রক্ষা করবে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে। আমরা আশা করি এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাত নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি মনোযোগ দেবে।"

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের মেম্বার,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, অভিনেতা বোরহান বকুল প্রমুখ।

ক্যাম্পেইনে সুশীল সমাজ ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করে। তারা নবায়নযোগ্য শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
 

সম্পর্কিত বিষয়: