নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুর জনকল্যান সমিতির উদ্যোগে আগামী ১১ জানুয়ারি শনিবার দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র/ছাত্রীদের উপহার প্রদান করা হবে। এবং জনকল্যান সমিতি কর্তৃক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।
দিনব্যাপি এই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক আলহাজ¦ মো: বজলুর রহমান সিআইপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ¦ আব্দুল হাই। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হোসেনপুর জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল সকাল ৯টা ২৫মিনিটে পবিত্র কোরআন তেলোয়াত, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চক্ষু শিবির, দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শীতের কম্বল বিতরণ, দুপুর ১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত মেধাবী ছাত্র/ছাত্রীদের উপহার বিতরণ, দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজ। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্রিকেট খেলাম বিকাল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পুরুস্কার বিতরণ, এরপর বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথি কর্তৃক ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ। এবং সভাপতির সমাপনী বক্তব্য।