যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল বলেছেন, যারা চাঁদাবাজি করছে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন তারা কোন ভাবেই শহীদ জিয়ার সৈনিক নয়। তারা জাতীয়তাবাদী দলের লোক নয়।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাদিপুর উত্তরপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্থবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কারো সমালোচনা করতে আসিনি এসেছি নিজের সমালোচনা করতে।বর্তমানে বিএনপি নিজেরাই নিজেদের মধ্যে অন্ত:দ্বন্ধে লিপ্ত। সোনারগাঁয়ে বিএনপির কতিপয় ব্যক্তি নিজ দলের অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
এটা তো কোন ভালো কাজ হতে পারে না। এসব করলে মানুষ তো বলবে এটা তো দেখি মুদ্রার এপিঠ ওপিঠ। সুতরাং আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বিএনপির ৩১ দফা প্রচার করা। বিএনপির মূল আদর্শ তুলে ধরা।
অনুষ্ঠানে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার শাম্মী ৷
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুল হাকিম মিয়া, সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়াত উল্লাহ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম শিকদার, বিএনপি নেতা এডভোকেট মোবারক হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন জয়, দুবাই বিএনপি'র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল প্রমুখ।