সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্পিং হ্যান্ড'র উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক রবিন সাহেবের মোড়ে কাজী রফিকুল ইসলাম মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কাফুরদী নাল আলাবদী মোহাম্মদীয়া মাদ্রাসার সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিনিয়র প্রিন্সিপাল ও সোনালী ব্যাংক ম্যানেজার মো: নুরে আলম সরকার মুকুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নূর-এ-ইয়াসিন নোবেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আজগর, মীর শামীম প্রমুখ।