নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ইউএনও’র উদ্যোগে যানজট নিরসনে স্বেচ্ছাসেবীরা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৩, ১৮ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ইউএনও’র উদ্যোগে যানজট নিরসনে স্বেচ্ছাসেবীরা

সোনারগাঁ উপজেলার ব্যস্ততম সড়ক ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যানজট নিরসনে  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন।  মঙ্গলবার সকাল হইতে বিকেল পর্যন্ত  পরিবেশ  রক্ষা ও উন্নয়ন সোসাইটির  স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে  কাজ করে যাচ্ছেন। এই কাজ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

সড়কটির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সোনারগাঁ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লার মেঘনা উপজেলার একাংশের প্রায় ১ লাখ মানুষের প্রতিনিয়ত চলাচলের একমাত্র সড়ক এটি।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হইতে বৈদ্যের বাজার ভায়া আনন্দবাজার সড়কটিতে যানজট প্রায়ই লেগে থাকে। এই যানজট নিরসনের কেউ কোন উদ্যোগ  নেয়নি। এমনিতেই রাস্তাটির অবস্থা খুবই খারাপ অবস্থা, তারপর যানজট রয়েছে।

এ যেন মানুষের ভোগান্তি শেষ নাই। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ উপজেলা প্রশাসন বিভিন্ন কোম্পানির লোকজন ও সাংবাদিকদের সমন্বয়ে তিনি একটি সমন্বয় সভা করেন। কিভাবে যানজট নিরসন করা যায়? তার একটি সুষ্ঠু  সমাধান ঐ সভায় পাওয়া যায়। সেই অনুসারে এই যানজট নিরসনের কাজ চলছে।

১৮ ডিসেম্বর বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান যানজট নিরসনে সরজমিনে পরিদর্শন করতে এসে মোগরাপাড়া চৌরাস্তার আশেপাশে যেসব অবৈধ দোকান বসানো হয়েছে, তাদেরকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য অন্যথায় দোকানপাট না সরালে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের।

এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা গরীব মানুষ, আমাদের দোকানপাট উঠিয়ে দিলে, আমরা কি করে খাব? প্রতিউত্তরে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা আগে দোকান সরিয়ে নেন, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে দেখতে হবে।

এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান , পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,  সোনারগাঁ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এবং সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।