নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৫, ১ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান

সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ উচ্ছেদ করা হয়।

জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এসময় তিনটি ঘেরের বাঁশ ও জাল কেটে ফেলা হয় যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া দুটি ঘেরের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ওবায়েদুর রহমান, উপজেলা মৎস অফিসের ফিল্ড এসিসটেন্ড মোস্তাফিজুর রহমান সহ পুলিশ সদস্যরা।  

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, র্দীঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছের ঘের তৈরি করে মাছ নিধন করছে এমন অভিযোগ পেয়ে জেলেদের একাধীক বার সর্তক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে সড়িয়ে নেয়নি তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা মাছের ঘের দিয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন আছে। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরোও বলেন, বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিরা ৭ দিনের মধ্যে মেঘনা নদীতে সকল অবৈধ ঘের বা ঝোপ সরিয়ে ফেলার জন্য সময় চেয়েছেন। সেই প্রেক্ষিতে তাদের ৭ দিনের সময় দেওয়া হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: