নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনারগাঁয়ে র‌্যালি ও সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৭, ৭ নভেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনারগাঁয়ে র‌্যালি ও সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁ পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পাশে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।প্রধান বক্তা ছিলেন  ঢাকা বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।সঞ্চালনায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এইসময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি,আতাউর রহমান,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ নেতারা।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বনবিভাগ থেকে বের হয়ে  টিপরদী গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
 

সম্পর্কিত বিষয়: