নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বিদ্যুৎ তাড়িত হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৫, ১৮ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে বিদ্যুৎ তাড়িত হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে বিদ্যুৎ তাড়িত হয়ে কাউসার(৩০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে বৈদ্যুতিক মোটরের সুইচ দেয়ার সময় তিনি বিদ্যুৎতাড়িত হন। পরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসার জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন বলে জানিয়েনছে স্বজনরা।

নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, শুক্রবার বিকেলে কাউসার নিজেদের পাকা বাড়ির কাজ তদরকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে পানির মোটরের সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎ তাড়িত হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক  মো. ফারুক হোসেন  চিকিৎসকের বরাত দিয়ে জানান জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো অবগত করা হয়েছে