নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের জামপুর জামে মসজিদের ১০ লক্ষ টাকা  আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। 

এ ঘটনায় মসজিদের টাকা আত্মসাৎকারী ক্যাশিয়ার মোমেন (৫২), এসহাক (৫৩), নয়ন (৩৫), মফিজুল (৩২), গোলাপ (৫৫) নামের পাঁচ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আব্দুল কাদির (৩৮) নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার দুপুরে আব্দুল কাদির এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা মসজিদের টাকা আত্মসাৎকারীদের কাছে মসজিদের কমিটি থাকাকালীন অবস্থায় গত ১৬ বছরের কোন প্রকার মসজিদ এর উন্নয়ন ও যাবতীয় টাকা পয়সার হিসাব চাইলে কোন হিসাব দিতে রাজি হননি।

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে আব্দুল কাদির ও এলাকার গন্যমান্য ব্যাক্তি আত্মসাৎকারী জামপুর ইউনিয়নের ৫নং আওয়ামীলীগ নেতা ক্যাশিয়ার মোমেন মিয়ার কাছে মসজিদের ১০ লক্ষ টাকার হিসাব চাইলে তিনি গালমন্দ এবং মারধর করে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে সাধারণ মুসল্লিগন ক্ষিপ্ত হয়ে আত্মসাৎকারি মোমেন মিয়াকে প্রতিহত করে। 

এ বিষয়ে অভিযুক্ত মোমেন মিয়াকে একাধিক বার তার মুঠোফোনে ০১৭১৫০০৭৮২৯ নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।