চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। রবিবার সন্ধ্যার পরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাহ আলম মুকুল বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর উত্তেজিত জনতা উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু ভাঙ্গচুরের ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। কে বা কারা এসব করেছে তা আমার বোধগম্য নয়।
তবে আমাদের বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। বিএনপি কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। ইতিমধ্যেই দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আমরা সংখ্যালঘু নিরাপত্তা প্রদান ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে দাড়িয়েছি।
এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি বিএনপি কারো উপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় আমাদের শত্রু ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় থানার ওসি এম এ বারী বলেন, যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। বিএনপি লোক হিংসা করে না, এটা বিশ্বাস করি।
সভায় বিএনপি উপজেলা বিএনপির সহ সভাপতি জামপুর ইউপি সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলম,সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ-ইয়াসিন নোবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।