নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ট্রাক চাপায় যুবক নিহত, চালক আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ৩ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে ট্রাক চাপায় যুবক নিহত, চালক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ইমরান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (৩ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।