
সিদ্ধিরগঞ্জ থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. মামুন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৫ জুন) দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন মিয়া অভিনব কৌশলে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রয় করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মামুন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে। শনিবার দুপুর সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।