
সিদ্ধিরগঞ্জে ২শ’ পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া আবুল হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।