
সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় ট্রাফিকের ভূমিকা পালন করেছে মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতাকর্মীরা সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন যাতে যানজট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করেছেন। পাশাপাশি সড়কের পাশের ফুটপাতে যেন ছোট-খাটো দোকানপাট বসিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কাজ করে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ১নং ওয়ার্ড যুবদল নেতা মো: সোহাগ, মো: রুবেল, মো: হাসান ও শাহ আলমসহ নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মো: সোহেল, আলম ও রুবেলসহ নেতাকর্মীরা কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেন।
যুবদল নেতা মো: শহিদুল বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেছি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ওয়ার্ড বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেনসহ প্রমূখ।
উল্লেখ্য, এবার সিদ্ধিরগঞ্জের ১০টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২৩৪ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।