
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা পূর্ব ৬ নং ওয়ার্ড আদমজী জামে মসজিদ এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ২৬ মার্চ বুধবার দুপুরে ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী উপহারকালে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন দেশে যদি ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা হতো। তাহলে সঠিক ভাবে যাকাত অর্থ আদায় করে সুষমবন্টন করলে দেশে আর গরীব মানুষ খুঁজে পাওয়া যেতো না।
এসময় ৬ নং ওয়ার্ড দক্ষিন জামায়াতের সভাপতি মো জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে আলমগীর হোসেনের সঞ্চালনায় দুই শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার শেখ, সমাজ সেবক ও ব্যবসায়ী আমান প্রধান, শ্রমিক কল্যাণ পূর্ব থানা সেক্রেটারি ওবাইদুল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্বর, সমাজ সেবক ব্যবসায়ী ও নতুন বাজার ইউনিট সভাপতি মো ইসমাইল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।