
সিদ্ধিরগঞ্জে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার উদ্যোগে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশনায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোমেন ইসলামসহ থানা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রম চলাকালে থানা সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঈদের আগে এই উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে এনেছে।