
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী ও অয়ন ওসমানের পালিত সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তুষার আহমেদ জিসানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এরআগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রূপঞ্জের তিনশ ফুট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তুষার আহমেদ জিসান সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি নাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জিসানের ব্যবহৃত মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অসংখ্য তথ্য-চিত্র এবং উস্কানিমূল অনেক তথ্য পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জিসানকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থাণীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তুষার আহমেদ জিসান সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পালিত সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য।
কাউন্সিলর বাদল ও অয়ন ওসমানের শেল্টারে নাসিক ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলবাজীসহ নানান অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে বিপুল পরিমান অর্থ-সম্পদের মালিক হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে দমনে শামীম ওসমান, অযন ওসমান, শাহ নিজাম ও বাদলের নেতৃত্বে জিসানসহ এলাকার কিছু সন্ত্রাসী অগ্রনি ভুমিকা পালন করেছে।