
দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী সহকারী মাহাবুবুর রহমান মোল্লা'র (৬৫) উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী নাদিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়েছে।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মাহাবুবুর রহমান মোল্লা'র নির্মাধীন নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন মাহাবুব মোল্লা।
জানাগেছে, জালকুড়ি পশ্চিশপাড়া নিজ বাড়িতে ৫ তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর নির্মান কাজ করা কালীন সময়ে এলাকার জয়নাল আবেদীন এর পুত্র চিহ্নিত চাঁদাবাজ মাদক বিক্রেতা সন্ত্রাসি নাদিম (৩৫) তার সাথে থাকা সঙ্গীয় হাসান (৩৫), জয়নাল আবেদীন (৬০), সেলিনা আক্তার বেবি (৪৮), মাসুদ (৩৫), নুর ইসলাম (৬০), সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন সন্ত্রাসীরা বিল্ডিং এর নির্মান কাজে বাঁধা দেন এবং দশ লাখ টাকা চাঁদা দাবী করেন।
মাহবুবুর রহমান মোল্লা তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় বুধবার সকাল ৮ টার দিকে বিল্ডিং ফ্লোর ঢালাই এর জন্য নির্মান শ্রমিকরা কাজ শুরু করলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা কাজে বাধা নিষেধ করায় মাহবুবুর রহমান মোল্লা কাজ বন্ধ করার কারন সম্পর্কে জানতে চাইলে নাদিম উত্তেজিত হয়ে উঠে তার হাতে থাকা ধারালো চাপাতি ও সঙ্গীয়দের হাতে থাকা দেশীয় অস্ত্র সন্ত্র চা পাতি, রাম দা, লোহার রড, হকিস্টিক দিয়ে আক্রমন করে রক্তাক্ত জখম করে ফেলে। আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন।
এক পর্যায়ে ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় হুমকি ধামকি প্রদর্শন করে বলে বিল্ডিং এর নির্মান কাজ বন্ধ থাকিবে এবং এ ঘটনার বিষয়ে কোনো মামলা মোকাদ্দমা করলে জানে মেরে লাশ গুম করে ফেলবে।
পরে আহত মাহাবুবুরের ছোট ভাই জাহিরুল তাকে উদ্ধার করে নারায়নগঞ্জ তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।