
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। পরে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে ভাংচুর, লুটপাট ও বোমাবিস্ফোরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। তিনি পুরিন্দা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
এরআগে তাকে তার নিজ বাড়ি থেকে শনিবার (১৫ মার্চ) রাতে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে আড়াইহাজার থানা চত্বরে বিক্ষোভ করেছে নারীরা। পরে উপজেলা বিএনপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদউল্যাহ লিটন ও ছাত্রদল নেতা ইয়াছিনসহ আড়াইহাজার পৌরসভা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভকারী নারীদের হুমকী-ধামকি দিয়ে থানা চত্বর থেকে বের করে দেন।
এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, জুয়েল প্রধানকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।