নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জের গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

স্ত্রী সন্তানের পর স্বামী সোহাগও চলে গেলেন না ফেরার দেশে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:০১, ১১ মার্চ ২০২৫

স্ত্রী সন্তানের পর স্বামী সোহাগও চলে গেলেন না ফেরার দেশে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিষ্ফোরণে  নারী ও শিশু সহ ৮ জন দগ্ধের মধ্যে মো. সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জন।

মঙ্গলবার  মধ্যরাত ১ টা ৫ মিনিটে  জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি  ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, সেখানকার আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

নিহত সোহাগ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের  মাজেদুল ইসলাম এর ছেলে।

একই ঘটনায় এর আগে তার (সোহাগের)  স্ত্রী রুপালী, ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া, সহ তিন মারা গেছেন। 

উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তাদের কে উদ্ধার করে বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন,  হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)।

এদের মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালি  ও সোহাগ মারা গেছেন। 

দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।