নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৪, ৯ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে  গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।

উপজেলার জামপুর ইউনিয়নের রাউতেগাঁ এলাকায় এই ঘটনা ঘটে।নিহত মোসাঃ বাঁধন (১৮) রাউতেরগাঁও এলাকায় বাদল মিয়া মেয়ে।

নিহতের ফুফু মিনা জানান, পার্শ্ববর্তী  পেচাইন এলাকার সদর আলী ছেলে মোঃ রাকিব (৩০)এর সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে প্রায় ৬মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিহত বাঁধন চার মাসের গর্ভবতী ছিলেন বলেও জানান তিনি। পরবর্তীতে গত মঙ্গলবার ৪ঠা মার্চ সন্ধ্যায় বাঁধনে বাবার কাছে থেকে তিনি জানতে পারেন, বাঁধন অসুস্থ। বাঁধনের  শশুর বাড়ী গিয়ে তার ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে দেখতে পান নি।পরবর্তীতে তিনি এবং নিহতের ননদ  তাকে নিয়ে  হসপিটালে যান।প্রথমে তারা একটি  একটি প্রাইভেট হাসপাতালে রোগীকে নিয়ে যান,  ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে  ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ৯ই মার্চ  রবিবার সকালে মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন,স্বামীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: