![ছুটিকালীন ভাতা শতভাগের দাবিতে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছুটিকালীন ভাতা শতভাগের দাবিতে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/02-2502131900.jpg)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কারখানার প্রবেশদ্বারে ৩ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে তাদের ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।
আন্দোলনে অংশে নেওয়া নারী শ্রমিক আকলিমা বলেন, আমরা সারাবছর কাজ করি মালিকপক্ষের জন্যে। তারা আমাদের ছুটিকালীন ভাতা শতভাগ করতে অনীহা করছে। আমরা তা মানবো না।
আরেক শ্রমিক আব্দুল্লাহ জানান, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের সাথে অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
পি.এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের ম্যানেজার (এডমিন) জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা ছুটির ভাতা শতভাগের দাবিতে বিক্ষোভ করেছিলো। খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টসে গিয়ে বিষয়টি সমাধানের আশ^াস দিল পরিবেশ স্বাভাবিক হয়।