
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীগণ যাতে ভোক্তার নিকট গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় বাজার মনিটরিং করা হয়।
এসময় পচা, বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ‘কিং প্যালেস রেস্টুরেন্ট’কে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ, শিক কাবাব পাওয়া যায়।
যা ভোক্তার সাথে প্রতারনা এবং সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন কারী কার্য। ফলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন ।
পরে বাসি, পূর্বে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মক্ষে ধ্বংস করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।