নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫

জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায়

অধ্যাপক মামুন মাহমুদকে গাজী মনিরের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

অধ্যাপক মামুন মাহমুদকে গাজী মনিরের ফুলেল শুভেচ্ছা

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনসহ  বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ অধ্যাপক মামুন মাহমুদের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা জানান।        

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাজু, বিএনপি নেতা মোহাম্মদ আলী, গাজী মাসুম, মানিক, জসিম, পিন্টু, গাজী সোহান, রজ্জবসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত রবিবার  বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে।

যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াস উদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

সম্পর্কিত বিষয়: