নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫

আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২৭, ২০ জানুয়ারি ২০২৫

আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী দক্ষিণপাড়া এলাকায় আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ নির্মাণের পর এবার আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়। আদমজীনগর করস্থান কমপ্লেক্সের সাবেক সভাপতি মরহুম হুমায়ুন কবিরের পরিবারের অর্থায়নে এই নির্মাণ কাজ শুরু হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্সের উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, বিশেষ অতিথি ছিলেন কবরস্থান কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা কবি ও কলামিষ্ট এম এ মাস্উদ বাদল।


আদমজী কবরস্থান কমপ্লেক্সের খতিব মাওলানা ফজলুল করীম ফারুকীর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস‍্য নাছির উদ্দিন স্বপন, সিদ্দিকুর রহমান খানঁ, কার্য‍করি কমিটির বর্তমান সভাপতি আলহাজ তানভীর কবির মুন্না, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহিল উদ্দিন মাষ্টার, সহ সাধারণ সম্পাদক তৌহিদ কবির, অর্থ সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন,কার্য‍করি সদস‍্য এম এ হাসনাত রাসেল, গাজী মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন প্রমুখ। 


এসময় আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের বর্তমান সভাপতি তানভীর কবির মুন্না বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। আপনাদের সকলের সহযোগিতায় আশা করি পরিপূর্ণভাবে মাদরাসা ভবনটি নির্মাণ হবে।


সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নন্দিত মোফাছছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম  আরেফি সাহেব।


এদিকে সভায় সর্ব সম্মতি ক্রমে কদমতলী উত্তপাড়া জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ শাহজাহান সাহেবকে আদমজী কবরস্থান কমপ্লেক্স পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের  সদস্য করে নেয়া হয়।


 

সম্পর্কিত বিষয়: