বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বাদ আছর সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব মুন্সির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, রাশেদুল হক, বুলবুল আহমেদ, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ নুর উদ্দিন, মিজানুর রহমান মঞ্জু, মনির ভান্ডারি, মোশাররফ হোসেন, আশরাফ উদ্দিন পলক, রিফাত সবুজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি দেশ স্বাধীনের ঘোষণাই করেননি, তিনি যুদ্ধেও অংশগ্রহন করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।
মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে, দেশবাসী সকালের মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।