বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ক্লাব মসজিদ এলাকা, জালকুড়ি বাসস্ট্যান্ড, জালকুড়ি কড়ইতলা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরিফ, সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলু, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ তুষার, সজিবুল ইসলাম, মাহবুবুর রহমান মিলন, ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত হাসান, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম সোহান, সহ সভাপতি শাওন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক টিটু, প্রচার সম্পাদক হাবীব, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসাইন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিম, বিজয়, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক রাহিম, সহ সভাপতি রবিন, রিশাদ, শান্ত, আলম, রবিনসহ আরো অনেকে।
লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষে থেকে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে এ লিফলেট বিতরন কর্মসূচির ঘোষনা করেন কামরুল হাসান শরীফ ।