নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছাত্রদল কর্মীর রুহের মাগফেরাত কামনায় দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৮, ১৭ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছাত্রদল কর্মীর রুহের মাগফেরাত কামনায় দোয়া 

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে নাসিক ৭নং ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কদমতলী এলাকায় নাসিক ৭নং ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ও নাসিক ৭নং ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক আন্দালিব রহমান মিরাজ।

এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে আদমজী-শিমরাইল ইপিজেডের সামনে ট্রাক চাপায় শুভ ও ইমন নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক’সহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেন (৫৩)’কে আটক করেছে পুলিশ। সে কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। 

নিহত দুই ছাত্রদল কর্মীরা হলো ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের আবু তাহেরের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)।

তারা উভয়েই মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।