নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের একজনের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৪, ১৭ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের একজনের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া মরদেহ যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি ফতুল্লা এলাকার বাসিন্দা। তিনি ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলেন সাইফুল। 

শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. আব্দুল মাবুদ। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে ওই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইন্সপেক্টর মো. আব্দুল মাবু জানান, প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। অজ্ঞাত পরিচয় অপর মরদেহটি একজন বৃদ্ধের। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।