নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৭, ১৬ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৭ টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মাবুদ বলেন, দুটি মরদেহ একসাথে উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে পুরুষ। মৃতেদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

তবে, আনুমানিক তাদের দুজনের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে বলে ধারণা করছি।