নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে তরুণ দলের সমাবেশে রাসেলের নেতৃত্বে নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:১০, ১১ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে তরুণ দলের সমাবেশে রাসেলের নেতৃত্বে নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নে জন সম্পৃক্ততা ও তরুণ সমাবেশ অনুষ্ঠানে জাতীয়তাবাদী তরুণ দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহন করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৮নং ওয়ার্ডস্থ মুক্তমঞ্চে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাহী কমিটির সভাপতি ডা: মো: আবু বকর সিদ্দিক।

সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলের নেতৃত্বে মিছিলটি সিদ্ধিরগঞ্জ এলাকা এলাকা থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিশাল মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একপর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের খণ্ড-খণ্ড মিছিলের অংশগ্রহনে অনুষ্ঠানটি বিশাল জনসভার পরিণত হয়।

এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন আলহাজ ইদ্রিস হাসান, মো: আতিকুর রহমান, মো: আরিফ হোসেন প্রধান, মো: কামরুল হাসান জিতু, মো: রাকিব, নূর মোহাম্মদ, হাসানুজ্জামান পরশ, মো: আরিফ হোসেন ও তরুণ দলের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। 

সম্পর্কিত বিষয়: