নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে জেলা তরুণ দলের আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১১, ১০ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে জেলা তরুণ দলের আলোচনা সভা

 সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নে সম্পৃক্ততা ও আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা তরুণ দল। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জস্থ ভাঙ্গারপুল এলাকায় এ আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের নির্বাহী কমিটির সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফা, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সহ-সভাপতি মোঃ আরিফ মীর।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নিজ হাতে গড়া এই তরুণদল। আমরা সবাই ঐক্যের মাধ্যমে এই দলকে এগিয়ে নিয়ে যাবো।

আওয়ামী লীগ বিভিন্নভাবে আমদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমার সবাই এক থাকলে কোন ষড়যন্ত্র আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আওয়ামী লীগ গত ১৫ বছর আমাদের শোষণ করেছে। আমাদেরকে হামলা-মামলা দিয়ে ক্ষতিগ্রস্থ করেছে।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সভাপতি এস.এম. সিফাত উল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দেলু, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সহ-সভাপতি আমীরুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাজু খান, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রানা প্রমুখ।

সম্পর্কিত বিষয়: