সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্তা করা হয়েছে।
মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমুখকে।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাংরোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন।
সেসময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
মামলার আসামিদের তালিকা :
১। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা-একেএম শামসুজ্জোহা, সাং- ১৯৯ সদাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,
২। সেলিম ওসমান (৬০), পিতা-এ.কে.এম শামসুজ্জোহা, সাং- ১৯৯ সলিমুল্লার রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,
৩। ইয়াসিন হাজী (৬২), পিতা- মুলক্ষত আলী, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,
৪। আজমেরী ওসমান (৪৫), পিয়া- মৃতঃ নাসিম ওলামাদ, সাং- ১৯ নবাব সলিমুল্লাহ গ্রেড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,
৫। মো. মজিবর রহমান (৮), পিতা-আল মিজমিজি,
৬। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে.এম শামিম, ওসমান, পাচ-১৯৯ নং সবাখ সলিমুল্লাস, বোড, পূর্ব ভাষাড়া, নারায়ণগঞ্জ,
৭। শফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃতঃ শহিদ চেয়ারম্যান, সাং- মিজমিজি পশ্চিমপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,
৮। রহিম মেম্বার, পিতা-মৃত জহির উদ্দিন, সাং-পাইনাদী, পোঃ মিজমিজি, খানা-বিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৯। পিয়ার আলী, ১০। আলীনুর, উভয় পিতা-আমিন উদ্দিন, সাং- জুটিবদন, বাজগড়, কুড়িপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,
১১। জুলহাস, শিরা-ইয়াকুব আলী, সাং-দুটিরবন, ধামগড়, কুড়িগড়া, বন্দর, নারায়ণগঞ্জ,
১২। মোঃ সুফিয়ান, দিরা-আঃ সামাদ, মিজমিজি পাগলা বাড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৩। পানি আকার (৩৮) শিয়া আবদুল করিম, সাং- সোনামিয়া মার্কেট, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৪। মানিক মাষ্টার (৪৮) পিতা- আইন উদ্দিন, সোনামিয়া মার্কেট, আদমজীনগর, উদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৫। চাঁন মিয়া, বঙ্গবন্ধু কর্মজীবিলীগ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, পিতা-মৃত ফরার আলী, সাং- পাইনাদী সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৬। সিািয়, নিত্য- মোতালেব, নারায়ণগঞ্জ মহানগর, সহ- সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৭। তাজিম বাবু, আওয়ামীলীগ নেতা, পিতা- অজ্ঞাত, প্রচার সম্পাদক-সিদ্ধিরগঞ্জ, থানা আওয়ামীলীগ, সাং-আমিগ্রাম, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৮। আমিনুল হক রাজু, ফোচ্ছাসেবকলীগ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-কাজিম ভূইয়া, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
১৯। মোঃ শরিফ, পিতা-সুন্দর অলী, যুবলীগ নেতা, সিদ্ধিরগঞ্জ থানা, সাং- মিজমিজি বাতান পাড়া, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২০। শাহ নিজাম (৫৬) (যুগ্ম সম্পাদক-মহানগর আওয়ামীলীগ), পিতা- শাহ নুব উদ্দিন, সাং- চাষাড়া, নারায়ণগঞ্জ,
২১। সামাদ ব্যাপারী (৫২) পিতা- আঃ মান্নান ব্যাপারি, সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২২। তানজিম কবির সজু (৪০) পিতা- মৃত হুমায়ুন কবির, সাং- কদমতলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২৩। রমজান, পিতা-গফুর, যুবলীগ নেতা, সি.আই খোলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২৪। মোঃ ফারুক (৪০), পিতা-মৃতঃ মোঃ ফিরোজ মিয়া-বুড়িপাড়া, ২নং ওয়ার্ড, খানা- বন্দর,
২৫। শুর (৩০), যুবলীগ ক্যাডার, পিতা- ইসমাইল, সাং- ২নং ওয়ার্ড, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২৬। মোঃ খোকন (এল এক্স) (৩২), যুবলীগ ক্যাডার, পিতা-আলী, সাং- মিজমিজি, দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২৭। সীমান্ত (২৫), ছাত্রলীগ ক্যাডার (প্রতিষ্ঠাতা টেনশন গ্রুপ), পিতা শফিকুল ইসলাম, সাং-এলং ওয়ার্ড আব্দুল আলী পুল, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
২৮। এমদাদুল, পিতা- জয়নাল, খুটিরবন, ধামগড়, বন্দর, নারায়ণগঞ্জ,
২৯। খোকন, পিতা-বহিম মেম্বার, সাং-পাইনাদী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৩০। সুরুল ইসলাম মেম্বার, পিতা-নাইমুদ্দিন মিয়া, কুটিরবন, ধামগড়, বন্দর, নারায়ণগঞ্জ,
৩১। সুমন রহমান, ছাত্রলীগ নেতা, পিতা- নুরুল ইসলাম মেম্বার, আওয়ামীলীগ নেতা, সাং-খালপাড়, কুটিরবন, বন্দর, নারায়ণগঞ্জ,
৩২। মোঃ মাহফুজ রহমান, পিতা-পিয়ার আলী, সাং- খালপাড়, কুটিরবন, বন্দর, নারায়ণগঞ্জ,
৩৩। মোঃ শাহজাহান (৩৭), পিতা- মোঃ মনছুর আলী, সাং-৪৪ বাড়ীর টেক, সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ,
৩৪। সিফাত, পিতা-অজ্ঞাত, সাং-হকবাজার, কোতয়ালের বাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৩৫। মোঃ আমির হোসেন, পিতা-স্নাত আব্দুস সাজার বেপারী, সাং- দক্ষিণ কোতালের বাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৩৬। মুক্তার, পিতা-আঃ সাত্তার বেপারী, সাং-দক্ষিণ কোতালের বাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৩৭। মহিউদ্দিন, (ফর্ম), পিতা-মৃত বিল্লাল মিয়া, সাং-ফইটকার বাড়ি, মিজমিজি, আব্দুল আলীপুল সংশয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৩৮। মোঃ মামুন (৪৩), আজমেরী ওসমানের সহকারী, পিতা- দূত আব্দুর রশিদ ভূইয়া, সাং-মাতব্বর বাজান, ঝালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৩৯। মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ফতুল্লা থানা আওয়ামীলীগ, পিতা-মৃত মনির উদ্দিন, সাং-ওয়াপদারপুল, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৪০। হামীম, পিতা-আমির হোসেন, সাং-দক্ষিণ কোতালের বাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৪১। বিল্লাল ফরাজী, দিত্য-ফরহাদ ফরাজী, সাং-শরনখোলা রহেননা, থানা: শরনখোলা, জেলা: বাগেরহাট। বর্তমান সাং-সাইনবোর্ড, খানা। সিদ্ধিরগঞ্জ, জেলা। নারায়ণগঞ্জ,
৪২। সাইফুদ্দিন সুজন, পিতা-মৃত সোহেল আহাম্মেদ, সাং-পরচঙ্গা, থানা- চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমানে, পাইনাদী নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৪৩। আবুল হাসনাত, পিতা- রফিক ঢাকার, সাং-আরামবাগ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৪৪। সজল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, পিতা-ইবু, সাং-৯নং ওয়ার্ড, লালখা, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৪৫। আলিনুর (৬০), পিতা মৃত: সাইজুদ্দিন চৌধুরী, গজারিয়া থানা আওয়ামীলীগ নেতা, সাং-আলিপুর, পো: ভবেরচর, থানা: গজারিয়া, জেলা: মুন্সিগঞ্জ,
৪৬। সাকির (৩০), পিতা-আলীনুর, ভরের চর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, সাং- আলিপুর, পোঃ ভবেরচর, থানা: গাজারিয়া, জেলা। মুন্সীগঞ্জ, বর্তমানে জালকুড়ি, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ,
৪৭। ইয়াকুব গাজী, পিতা-ইসমাইল গাজী, সাং-বড় খলিশা, পোঃ স্নেকাঠী, থানা: ঝিকরগাছা, জেলা যশোর।
৪৮। মোতালেব মেম্বর (৫০), পিতা মৃত: আঃ হক, সাং-চর হোগলা, পো: কাশেমনগর, থানা: সোনারগাঁ, ভেলা। নারায়ণগঞ্জ,
৪৯। মো: সাগর (৩৫), পিতা-রহুল আমীন, সাং-উত্তর কদমতলী, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা। নারায়ণগঞ্জ,
৫০। মোঃ রুহুল আমীন (৫০), পিতা-আহম্মদ হোসেন, সাং-উত্তর কদমতলী, সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ,
৫১। ইব্রাহিম হোসেন, পিতা-ছমন আলী দেওয়ান, সাং-উত্তর কদমতলী, সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ,
৫২। বনি মোড়ল, পিতা-রশিদ মোড়ল, সাং-কামারপাড়া, পোঃ বর্ণগ্রাম, থানা: টানীবাড়ী, জেলাঃ মুন্সীগঞ্জ। বর্তমান সাং-দোলী চৌরাপাড়া, খানা। বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ।
৫৩। আক্তার, পিত-আঃ সায়ার বেপারী, সাং-মদিন কোন্ডালের বাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ, সহ অজ্ঞাত আওয়ামীলীগের আরও ২০০/৩০০ জন দুষ্কৃতিকারীরা ১ ও ২নং আসামীর নির্দেশে।