নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ৪ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালি

সিদ্ধিরগঞ্জে ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুযারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ বিশাল আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। 

র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকা থেকে শুরু হয়ে মৌচাক ইউটার্ণ প্রদক্ষিন করে চিটাগাং রোড সৌদি বাংলা মার্কেটের সামনে এসে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাসে মেতে উঠে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়ে নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান। দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আগামীদিনে সবাইকে রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইঞ্জি. আবু সাঈদ, আনোয়ার হোসেন আনু, সাদিকুর রহমান নোপেল, সদস্য রুমা খাতুন, আল-আমিন ও আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।