সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আওতাধীন ৩নং ওয়ার্ডের কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ২ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন ৩নং ওয়ার্ড কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন ও সদস্য সচিব এস এইচ মুন্না।
উক্ত কমিটিতে মো.আসলামকে সভাপতি, মো. কামালকে সিনিয়র সহ-সভাপতি, মো. মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক, মো. জসিম উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. সাহেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
পরে নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন ৩নং ওয়ার্ড কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন ও সদস্য সচিব এস এইচ মুন্নাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।