সিদ্ধিরগঞ্জের বিহারি কলোনিতে মধ্য রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ২ টায় নাসিক ৬ নং ওয়ার্ডের বিহারি কোলিন এলাকায় এই আগুন ধরেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের বরাত হতে জানা গেছে, রাতের প্রায় দুইটার দিকে বিহারি কলোনির পকেট গেট এলাকায় হঠাৎ ফল ও মাংসের দোকানসহ মোট ১০ টি দোকানে আগুন ধরে। পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের খবরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপন করা যায়নি।