সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসও বটতলা এলাকায় এ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তাওলাদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল হক বাবু।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহ আলম মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, রেজাউল করিম, সদস্য রাজা মিয়া।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি হিরা, সাধারণ সম্পাদক খোকা, যুগ্ম-সম্পাদক শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সদস্য মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, সেলিম, আল-আমিন, জামাল, দুলাল, ইব্রাহিম, ফুল মিয়া, দেলোয়ার, জালাল ও সোহেল প্রমূখ।