নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত:২২:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের আয়োজনে ১৬ ডিসেম্বর ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীত, পতাকা উত্তলন ও পায়েরা উড়িয়ে সোমবার ১৬ ডিসেম্বর সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ থেকে র‌্যালীটি শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নংওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সামনে এসে সমাপ্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি আলহাজ্ব এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম মান্নান, উপদেষ্টা মোঃ সামসুদ্দিন আহম্মেদ, উপদেষ্টা মোঃ মিজানুর রহমান (মাষ্টার), সিদ্ধিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাজী আশেক মাহমুদ, সিদ্ধিরগ থানা বিএনপির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি যুগ্ন সম্পাদক জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল হক বীরবল, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সদস্য বিমল চন্দ্র কর্মকার পল্টু, সদস্য শিশির ঘোষ অমর, ইব্রাহিম খলিল রাসেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।