বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আরিফ মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ একেএম শামীম ওসমান (৬৩), জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম কাদের (৭০) ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০) আসামি করে ১৪৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত রাখা হয়েছে।
ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি রুজু করা হয়।
শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আমরা মামলাটি রুজু করিয়েছি।
মামলায় শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আ:লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদ (৫৫) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলাটিতে নারায়ণগঞ্জ ছাড়াও পাবনা, চাঁদপুর, রাজধানী ঢাকার উত্তরা, দক্ষিণখান, দনিয়া, ডেমরা, মুন্সিগঞ্জের গজারিয়া, চট্টগ্রামের পাঁচলাইশ, ভোলার লালমোহন, কুমিল্লার দাউদকান্দি, চুয়াডাঙ্গার স্থানীয় অনেক ব্যাক্তিদের আসামী করা হয়েছে।
মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, সবশেষে ১৯ জুলাই দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের প্রো- অ্যাকটিভ হাসপাতালের সামনে আরিফসহ ছাত্র- জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১ থেকে ১০ নং আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০ নং আসামির উস্কানিতে মামলায় উল্লেখিত সকল আসামিরা আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে।
তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়ে। এসময় আসামিরা তাকে এলোপাতারি ভাবে পেটাতে থাকে। পরে তাকে মৃত ভেবে আসামীরা ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
মামলার আসামিদের তালিকা :
১। এ.কে.এম শামীম ওসমান (৬৩), সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ- ৪ আসন, পিতা- এ.কে.এম শামসুজ্জোহা, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ,
২। হাজী (৭০), সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, সাং- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩। জি.এম কাদের (৭০) (জাতীয় পার্টির চেয়ারম্যান), পিতা- মকবুল হোসেন, সাং- ৯/এ, উত্তরা, ওয়েষ্ট, রোড নং- ৩৩৩, থানা- উত্তরা, জেলা- ঢাকা,
৪। মোঃ মজিবুল হক চুন্নু (৬০) (জাতীয় পার্টির মহাসচিব), পিতা- মৃতঃ আঃ মালেক, সাং- কাজলা, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।
৫। মোস্তফা কামাল চৌধুরী (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- দেলপাড়া, চৌধুরী বাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
৬। আঃ রহিম মেম্বার (৬৫), পিতা- অজ্ঞাত, রহিম মার্কেটের রহিম, সাং- সানারপাড়, সিদ্ধিরগঞ্জ,
৭। ফাতেমা মনি (৫০) (ভাইস চেয়ারম্যান), পিতা- আঃ মতিন, সাং- আলীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৮। জামান মিযা মেম্বার (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- দেলপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৯। আবু ছায়েদ শিপন (৪০), পিতা- মোস্তফা, সাং- হিরাঝিল আ/এ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১০। জিলুর রহমান লিটন (বোটকা লিটন) (৫০), পিতা- বজলুর রহমান, সাং- দেওভোগ নাগবাড়ী, নারায়নগঞ্জ।
১১। খোকন আহমেদ (৪৯), পিতা- আবু ইউসুফ, সাং- মিতালী মার্কেট সাইনবোর্ড রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
১২। ফেরদৌস (৫৮), পিতা- মৃতঃ নুরুদ্দিন, সাং- মিতালি মার্কেট, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৩। আসিব হাসান মাহমুদ (৫৫) (সাবেক সভাপতি, নারায়নগঞ্জ ক্লাব), সাং- উত্তর চাষাড়া, সাং- হিরাঝিল আ/এ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
১৪। সাহিবুল ইসলাম (৪৮), পিতা- আঃ কুদ্দুস কসাই, সাং- হাট বোয়ালীয়া, হাটুভাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা,
১৫। মিলন মিয়া (৫০), পিতা- অজ্ঞাত, সাং- কালাচান হাজীপাড়া, দক্ষিনখান, থানা- উত্তরা, জেলা- ঢাকা।
১৬। স্বপন সরদার (২৮), পিতা- নুরুল হক সরদার, সাং- উত্তর বাইশা, জাজিরা, শরীয়তপুর,
১৭। আরমান (২৭), পিতা- টিক্কা, সাং- পুরান বন্দর, চৌধুরী বাড়ী, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ,
১৮। আসিফ (৩০), ১৯। মোঃ আতিক (২৫), উভয় পিতা- মোঃ হারুন, উভয় সাং- শান্তাধারা, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
২০। মোঃ আলাল মিয়া, ২১। জালাল ডাকাত, উভয় পিতা- রবিউল হক ওরফে রবিউল,
২২। মোঃ বাবু মিয়া, পিতা- অজ্ঞাত,
২৩। মোঃ রাহাত ইসলাম, পিতা- সামসুল হক, উভয় সাং- ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২৪। মোঃ আমজাদ হোসেন, পিতা- মৃতঃ ফেলু মিয়া, সাং- কলিকাতা, বোগদিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ,
২৫। অলিউল্লাহ (৪৮), পিতা- অজ্ঞাত,
২৬। আনোয়ার (৪৫), পিতা- অজ্ঞাত, উভয় সাং- ভূইগড় পূর্বপাড়া, সর্ব থানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ।
২৭। মোঃ সাদি (৫২), পিতা- এনাম, সাং- উত্তর ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
২৮। শিউলী বেগম (৪০), স্বামী- সামছুল হক, সাং- ভূইগড়, পুরান বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
২৯। মোতালিব সরকার (২০), পিতা- রেজাউল সরকার, মাতা- মমতাজ বেগম,
৩০। সুমন সরকার (৪০), পিতা- আবদুল কাদির সরকার, মাতা- পারুল বেগম, সাং- ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৩১। রবিউল আউয়াল (৩০), পিতা- আবদুল কাদির সরকার, মাতা- পারুল বেগম, সর্ব সাং- কালাসাধারদিয়া, বিটেশ্বর, দাউদকান্দি, জেলা- কুমিল্লা,
৩২। মোঃ মান্নান প্রধান, পিতা- আলী আকবর, সাং- জুরানপুর, ইউনিয়ন- গোয়ালমারী, থানা- দাউদকান্দী, জেলা- কুমিল্লা, সাধারণ সম্পাদক গোয়ালমারী ইউনিয়ন আওয়ামীলীগ,
৩৩। মোঃ শাহাদাত (২৮), পিতা- কাশেম, সাং- তুজারভাঙ্গা, দাউদকান্দি পৌরসভা, কুমিল্লা, সভাপতি, হাসানুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ,
৩৪। মোঃ শাহাবুদ্দিন (৪২), পিতা- মৃতঃ আবুল হোসেন, সাং- পশ্চিম মাইজপাড়া, দাউদকান্দি পৌরসভা, কুমিল্লা সাংগঠনিক সম্পাদক দাউদকান্দি পৌরসভা যুবলীগ,
৩৫। মোঃ জাকির হোসেন হাজারী (৪৮), পিতা- মৃতঃ হাজারী, সাং- পেন্নাই, গৌরীপুর, দাউদকান্দী, কুমিল্লা, দপ্তর সম্পাদক দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ,
৩৬। মোঃ ফরহাদ (২৪), পিতা- বাবুল শিকদার, সাং- ছোট কিনাচক, ইউনিয়ন- বাগানবাড়ি, উপজেলা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, সভাপতি, ০৭ নং ওয়ার্ড, ছাত্রলীগ বাগানবাড়ি ইউনিয়ন,
৩৭। মোঃ মোহন, পিতা- কাশেম, সাং- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, পাচগাছিয়া,
৩৮। মোঃ জামাল হোসেন (৪৮), পিতা- রবিউল হক, সাং- মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।
৩৯। মোঃ ভুলু মিয়া (৪০), পিতা- মৃতঃ ওহাদ আলী, সাং- মাহমুদপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪০। শিবলু ইসলাম (রোমেল), পিতা- মৃতঃ রফিকুল ইসলাম, সাং- সাদ্দাম মার্কেট দখিন মাতা সিটি বাড়ি,
৪১। মোঃ নাছির ভূইয়া (৪২), পিতা- মৃতঃ আফাজউদ্দিন, সাং- ভূইগড় পশ্চিম পাড়া, কেনেলপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৪২। মোঃ রাসেল মিয়া (ছাত্রলীগ নেতা), সাং- ভূইগড়, পূর্বপাড়া, থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ,
৪৩। আনিছ মৃধা (৫০), পিতা- মৃতঃ আঃ রহমান, সাং- শান্তিধারা সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৪৪। আতাউর (৪৯), পিতা- মৃতঃ হুকুম আলী, সাং- ২৭ নং শান্তিধারা সাইনবোর্ড, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৪৫। মোটা বাবুল ওরফে বালু বাবুল, পিতা- অজ্ঞাত, সাং- ২৫ নং শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৪৬। মোঃ জাফর (৪৭), পিতা- অক্কা মিয়া, সাং- ভূইগড়, পশ্চিমপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৪৭। তাজুল ইসলাম (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড়, ভূইয়া নগর, বাশতলা, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৪৮। সাইদুল (৩৮), পিতা- মৃতঃ সামসুল, সাং- ভূইগড়, কড়ইতলা, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৪৯। রাকিবুল হাসান (৩৭), পিতা- রমিজউদ্দিন, সাং- ডগাই উত্তর নতুনপাড়া, বাইতুল আজিম জামে মসজিদ রোড, ১০/৫ শারুলিয়া, ডেমরা, ঢাকা।
৫০। সজিব ডাকাত (৪৫), পিতা- মৃতঃ আক্তার হোসেন, সাং- ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৫১। ডালু মাদবর (৫২), পিতা- মৃতঃ মান্নান মাদবর, সাং- শান্তিধারা ৬নং রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫২। ছায়েদ (৪১), পিতা- আক্কাস আলী, সাং- ভূইগড় পশ্চিমপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৫৩। বিল্লাল (৪৯), পিতা- হাসান বেপারী, সাং- শান্তিধারা, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫৪। খোরশেদ আলম খসরু (৪৭), পিতা- এনাম মিয়া, সাং- উত্তর ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫৫। মিজানুর রহমান (মিজান) (৫২), পিতা- অজ্ঞাত, সাং- উত্তর ভূইগড়, তালতোলা রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫৬। মোঃ সিরাজ-উদ-দৌল্লা (৫৪), পিতা- নুর মোহাম্মদ, সাং- সাহেবপাড়া,
৫৭। লিয়াকত (২৭), পিতা- নজরুল মিয়া, সাং ভূইগড়, পূর্বপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫৮। নজরুল মাহাবুবের (বোন জামাই) (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- মিতালী মার্কেট, সাইনবোর্ড, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৫৯। আঃ মতিন (৫৫), পিতা- কালু মিয়া, সাং- দেলপাড়া, খোদাইবাড়ী মহল্লা, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৬০। আঃ রাজ্জাক চিশতি (৫৪), পিতা- মৃতঃ রহমান, সাং- ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৬১। রূপালী (৩০), স্বামী- মৃতঃ মোঃ রুবেল,
৬২। নুরে আলম (৫০), পিতা- অজ্ঞাত, উভয় স্থায়ী সাং- মীর আলীপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, উভয় হাল সাং- মৌচাক, মদিনা মসজিদ সংলগ্ন, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬৩। মোঃ জাহিদ (২৮), পিতা- আঃ খালেক, সাং- ভূইগড়, জোরাপুকুরপাড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৬৪। রাজিব (৪৮), পিতা- মনরঞ্জন, সাং- পাগলা পূর্বপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৬৫। আমির হোসেন (৫০), পিতা- নোয়াব আলী, সাং- সিদ্ধেশ্বরী সার্কুলার রোড,
পোঃ শান্তিনগর, থানা- রমনা, জেলা- ঢাকা-১২১৭।
৬৬। মোঃ জাহাঙ্গীর (৫০), পিতা- মৃতঃ মোতালেব মিয়া, সাং- ভূইগড়, ফতুল্লা,
নারায়নগঞ্জ।
৬৭। শাহাবুদ্দিন বেপারী (৩৮), পিতা- আঃ রাজ্জাক বেপারী,
৬৮। আঃ রাজ্জাক বেপারী (৬২), পিতা- মৃতঃ ক্বারী আরফ আলী, সর্ব সাং- ২৬৯নং শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৬৯। মোঃ জসিম মিয়া (৪৫), পিতা- মৃতঃ আলী আকবর, সাং- ভূইগড়, থানা- ফতুল্লা, নারায়নগঞ্জ।
৭০। সাদ্দাম সাউদ (৩৫), পিতা- মৃতঃ আব্দুর রব সাউদ,
৭১। মোঃ স্বপন (৩৭), পিতা- আঃ কাদির ওরফে চোরাকাদির,
৭২। মোঃ টিটু (৩৫), পিতা- তোফাজ্জল,
৭৩। মোঃ পিন্টু (৩৪), পিতা- মৃতঃ আমির হোসেন,
৭৪। মাইগা শাহিন (৩৮), পিতা- মৃতঃ আলি নেওয়াজ, সর্ব সাং- বার্মা ষ্ট্যান্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৭৫। নোমান বেপারী (৩২), পিতা- আঃ রব বেপারী, সাং- শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৭৫। সুমন সাউদ (৩৭), পিতা- আব্দুর রব সাউদ, সাং- বার্মা ষ্ট্যান্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৭৬। মাজেদ (২৮) (যুবলীগ নেতা), পিতা- আনোয়ার হোসেন মানিক, সাং- শান্তিধারা, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৭৭। মোঃ ফারুক (৪৫), পিতা- মৃতঃ নুরুল ইসলাম, সাং- ভূইগড় পুরান বাজার, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৭৮। মতি বেপারী (৫২), পিতা- আঃ রব বেপারী, সাং- শান্তিধারা, সাইনবোর্ড,
৭৯। মামুন, পিতা- অজ্ঞাত, সাং- পুরান বন্দর, চৌধুরী বাড়ী, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ।
৮০। পাভেল (৩২), পিতা- মৃতঃ সালাউদ্দিন, সাং- ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৮১। সুরুজ বেপারী (৪৮), আওয়ামলীগ নেতা, পিতা- আঃ রব বেপারী, সাং- শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৮২। আনোয়ার হোসেন মানিক (৫৫) (আওয়ামলীগ নেতা), পিতা- মৃতঃ আমির হোসেন, সাং- শান্তিধারা, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
৮৩। মোঃ সবুজ, পিতা- আব্দুল মালেক, সাং- রামগঞ্জ, পোঃ কর্তারহাট, থানা- লালমোহন, জেলা- ভোলা।
৮৪। মোঃ লোকমান, পিতা- আঃ মমিন, সাং- আমিন কলোনী, বেলতলা, শহিদ জমিদার বাড়ি, পোঃ আমিন ঝুট মিল, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম।
৮৫। মোঃ আল-আমিন (৩৬), পিতা- মোঃ আনোয়ার ইসলাম, সাং- এনায়েত নগর, গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৮৬। উজ্জল ছৈয়াল (৩৫), পিতা- মৃতঃ মজিদ ছৈয়াল, সাং- গুয়াগাছিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ।
৮৭। লিটন কসাই (৪০), পিতা- ফিরোজ কসাই, সাং- ভবেরচর, আবদুল্লাপুর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
৮৮। আলাউদ্দিন (৫২), ৮৯। জসিম উদ্দিন (৪৮), উভয় পিতা- নুরুল ইসলাম, সাং- ভূইগড়, পুরান
৯০। মোঃ আরমান (২৭), পিতা- টিক্কা মিয়া, সাং- পুরান বন্দর, বাদলার পুকুরপাড়, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ।
৯১। মোঃ এহসান উদ্দিন সাগর (৪২), পিতা- মোঃ শরিফ উদ্দিন, সদস্য বন্দর থানা যুবলীগ নেতা, সাং- মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ।
৯২। মোঃ রাকিব মজুমদার (৫০), পিতা- হক মজুমদার, সাং- ভূইগড়, পশ্চিমপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞজ।
৯৩। অপরুপ কুমার সাহা (৪০), ৬০নং ওয়ার্ড যুবলীগ, দনিয়া, পিতা- অমিন্দ্র সাহা, সাং- গোলডেন চৌধুরী, হাইটন পলাশপুর, দনিয়া, কদমতলী, ঢাকা।
৯৪। সোহেল মিয়া (২৮), পিতা- মৃতঃ বশির মিয়া,
৯৫। ফাহাদ আহম্মেদ সুপ্ত (৩৫), পিতা- মোঃ সেলিম মিয়া, উভয় সাং- ভূইগড়, পশ্চিমপাড়া, কেনেলপাড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৯৬। শান্ত হোসেন (৩২), পিতা- সালাউদ্দিন,
৯৭। আতিকুর রহমান সানি (৪১), পিতা- ইসরাফিল,
৯৮। মোঃ জাহিদ মোল্লা (৩১), পিতা- ছাত্তার মোল্লা, উভয় সাং- ভূইগড়, পশ্চিমপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৯৯। মোস্তফা (৪০), পিতা- মোজাম্মেল, সাং- ভূইগড়, খন্দকার বাড়ী, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১০০। আবু কাশেম (৪৫), পিতা- মৃতঃ মোতালেব,
১০১। জাহাঙ্গীর ড্রাইভার (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- ভূইগড় পশ্চিমপাড়া,
১০২। মেহেদী হাসান (৩৫), পিতা- শহিদুল্লা, সর্ব সাং ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১০৩। মনোয়ার হোসেন তাপস (৩৮), পিতা- মৃতঃ জৈনদ্দিন মাদবর, সাং- ৬নং শান্তিধারা সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১০৪। সুজন (৩৫), পিতা- আলতাফ আনিছ সরদার, সাং- শান্তিধারা, আকবর মার্কেট, সাইনবোর্ড ভূইগড়, ফতুল্লা,
১০৫। মাইছা জাহাঙ্গীর (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- গিরিধারা, ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ।
১০৬। শাহরিয়ার কবীর তন্ময়, পিতা- আমিনুল ইসলাম উজ্জল, সাং- দক্ষিন মেহেদী মন্ডল, পদ্মা সেতু (উত্তর), থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ।
১০৭। জুবায়ের (৩২), পিতা- আঃ রাজ্জাক, সাং- শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১০৮। মোঃ রেজাউল করিম (৩৬), পিতা- ছোলায়মান রাড়ী, মাতা- মিসেস ওহিদা বেগম, সাং- ২১ নং, রাস্তা- ৩০, সেক্টর- ৭, উত্তরা, ঢাকা, সদস্য উত্তরা পশ্চিম থানা যুবলীগ,
১০৯। মোঃ শরিফুল ইসলাম (৩০), পিতা- সোলাইন রাড়ী, মাতা- মিসেস ওহিদা বেগম, সাং- ত্তরা ৭নং সেক্টর, বাড়ি নং- ২১, সাবেক সহ-সভাপতি, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ,
১১১। সরদার আশিক নুর, পিতা- মশিউর রহমান, সহ-সভাপতি, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ, সাং- পূর্বটেঙ্গরী, বাড়ি নং- ৬৩০, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা,
১১২। মোঃ ফেরদাউস আলম সরকার (৪০), সাবেক চেয়ারম্যান ১নং ষাটনল ইউনিয়ন, পিতা- রেনু সরকার, সাং- ষাটনল, মতলব উত্তর, জেলা- চাঁদপুর।
১১৩। মোঃ ইকবাল হোসেন (৪২), পিতা- মৃতঃ বদরুল মিয়া, সাং- পিলকুনি, ফতুল্লা, নারায়নগঞ্জ।
১১৪। মোস্তাক হোসেন (৩৭), পিতা- মৃতঃ আব্দুল আজিজ,
১১৫। মোঃ হাসান (৩৩), পিতা- মৃতঃ আব্দুল আজিজ মোল্লা, সর্ব সাং- পিলকুনি, ফতুল্লা, নারায়নগঞ্জ।
১১৬। কাজী শহিদ (৩৯), পিতা- অজ্ঞাত,
১১৭। মোঃ রিফাত (৪২), পিতা- মজরুল মিয়া, সাং- ভূইগড় পূর্বপাড়া, সর্ব
১১৮। মোঃ কাজল মিয়া (৪৬), সাবেক বি.কে.এম.ই.এ এর সভাপতি, নারায়নগঞ্জ,
১১৯। সোহাগ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- মিতালী মার্কেট, থানা- সিদ্ধিরগঞ্জ,জেলা- নারায়ণগঞ্জ।
১২০। সুমন কাজী (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- রহিম মার্কেট, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১২১। আলমগীর হোসেন স্বপন (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- মিতালী মার্কেট,
১২২। আরিফ (৪০), পিতা- মৃতঃ আব্দুল মতিন, সাং- সাহেবপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
১২৩। রাকিব প্রধান (৪০), পিতা- মৃতঃ আবুল কাশেম, সাং- বার্মাস্ট্যান্ড, পদ্মা রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
১২৪। জয়নাল আবেদীন হাজারী (৪০), পিতা- হযরত আলী, সাং- মাহমুদপুর, ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১২৫। কাজীমউদ্দিন কাজু (৪৮), পিতা- মিছির আলী, সাং- কড়ইতলা, ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
১২৬। মোঃ মানিক প্রধান (২৮), আওয়ামীলীগ নেতা, পিতা- মৃতঃ ছলে প্রধান, সাং- ভূইগড় পুরান বাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
১২৭। শাহীন প্রধান (৩২), পিতা- হাফিজ মিয়া, সাং- নন্দলালপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১২৮। মোঃ আব্দুল্লাহ (২৮), ১২৯। মোঃ ওবায়দুল (২৭), উভয় পিতা- অজ্ঞাত, উভয় সাং- খোকন মার্কেট, মনু মিয়ার বাড়ীর সামনে, ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৩০। মোঃ মাসুম (৩৪), পিতা- অজ্ঞাত, সাং- নীলকান্দা, বাংলা বাজার, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
১৩১। শাহ নেওয়াজ সরকার (৫১), পিতা- মৃতঃ আলহাজজ্ব আবিদ আলী সরকার, সাং- ২৯নং উত্তর চাষাড়া রোড, উত্তর চাষাড়া, পোঃ নারায়নগঞ্জ- ১৪০০,
১৩২। টিপু সুলতান (৩২), পিতা- মৃতঃ কামরুল ইসলাম, সাং- ৩২ এস.কে ব্যানার্জী রোড, (৪র্থ তলা), আমলাপাড়া, থানা- নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ।
১৩৩। সাজিদ (৩২), পিতা- আক্তার হোসেন, সাং- মাসদাইর, পাবনা বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
১৩৪। মোঃ আক্তারুজ্জামান চৌধুরী শাহিন () (ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ নেতা), পিতা- আবুল কাশেম চৌধুরী, স্থায়ী সাং- ২৯/৩ মিশনপাড়া কাশমী ভবন, নারায়নগঞ্জ, এ/পি সাং- ধানমন্ডি পুরাতন- ২৮, নতুন- ১৫, বাড়ী নং- ২১, ফ্লাট নং- এফ ৫, থানা- ধানমন্ডি, জেলা- ঢাকা।
১৩৫। মোঃ মহিউদ্দিন মাতবর (৬৫), পিতা- মৃতঃ অজ্ঞাত, সভাপতি- ১০ নং ওয়ার্ড, আওয়ামীলীগ, সাং- মাতবর বাড়ী, রসুলবাগ, গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ।
১৩৬। আব্দুল কাদির মোল্লা (৫৮), পিতা- মৃতঃ নুর মোহাম্মদ মোল্লা, (সাংগঠিনক সম্পাদক, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ), সাং- গোদনাইল, আরামবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ।
১৩৭। আক্তার হোসেন (৫২), পিতা- মৃতঃ গফুর মিয়া, সাং- আরামবাগ, গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ সহ অজ্ঞাত নামা আরও ১৫০/২০০ জন আওয়ামী সন্ত্রাসী লোকজন।
১৩৮। মোঃ মাসুম (৩৪), পিতা- আমির, সাং- নীলকান্দা, থানা- সোনারগাঁও,
১৩৯। মোঃ সালাউদ্দিন মোল্লা (৪৫), পিতা- মোঃ হাসেম মোল্লা, সাং- সাত ভাইয়াপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ।
১৪০। মোঃ শহীদ (৪৫), পিতা- মৃতঃ বাচ্চু মিয়া, সাং- আন্দার মানিক, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ।
১৪১। রবিউল আলম (৩৯), পিতা- মৃতঃ আঃ মাজেদ, সাং- কিল্লারপুল, থানা ও জেলা- নারায়নগঞ্জ।
১৪২। মোঃ রফিকুল ইসলাম, পিতা- অজ্ঞাত, সাং- ৫নং শান্তিধারা, সাইনবোর্ড, ভূইগড়, নারায়নগঞ্জ।
১৪৩। মাসুদ মোরল (৪০), পিতা- মৃতঃ নুরুল হোসেন মোরল, সাং- মিতালী মার্কেট, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
১৪৪। এ.কে.এম জহিরুল হক (৫৫), পিতা- আঃ রশিদ হাওলাদার, সাং- ভূইগড় পশ্চিমপাড়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৪৫। মোঃ আলী সোহাগ (৪২), পিতা- ইমান হোসেন মোরল, সাং- মোহাম্মদপুর, দক্ষিন পূর্ব পার্শ্বের ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জসহ আরও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন।