নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৭, ৮ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে ছাদের পানি গায়ে পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন সিদ্ধিরগঞ্জে বাতানপাড়া এলাকার মনিরুল ইসলাম ও তার শ্বশুর আবুল কাশেম। অভিযুক্তরা মনিরুল ইসলামের স্ত্রীকেও শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় আহত মনিরুল ইসলামের স্ত্রী ফাহিমা বেগম বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো একই এলাকার টিপু সুলতানের ছেলে রাফি (২৫), মেয়ে মিম (২৭) ও স্ত্রী মোর্শেদা।

আহত মনিরুল ইসলাম বলেন, বাতানপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় আমাদের উপর এলাকার প্রভাব বিস্তার করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের ছাদের পানি আমার ও আমার বাচ্চার শরীরে পড়ায় আমি অভিযুক্তদের এ বিষয়ে অবগত করি।

এসময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন এনে আমার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দ্বারা আমাকে ও আমার শ^শুরকে কুপিয়ে জখম করে। এসময় অভিযুক্তরা আমার স্ত্রীকেও শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর চেষ্টা করে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আহত মনিরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। বাদিপক্ষ মামলা করতে চাইলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেবো।  
 

সম্পর্কিত বিষয়: