২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সিদ্ধিরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ১নং ওয়ার্ড শ্রমিকদলের নেতাকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) বিকালে সিদ্ধিগঞ্জ পুল এলাকায় এ মিষ্টি বিতরন করা হয়।
১নং ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক আলী রাজ ও সদস্য সচিব শহীদুল ইসলামের আয়োজনে উক্ত মিস্টি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, বাদশা, মামুন, রুবেল ও সুমন প্রমূখ। এর আগে সংক্ষিপ্ত সভায় এস,এম,আসলাম বলেন, দেশে এই ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।
এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে।