নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে জেনেভা ক্যাম্পে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ রাখতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৩, ২ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে জেনেভা ক্যাম্পে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ রাখতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

সিদ্ধিরগঞ্জের আদমজী জেনেভা ক্যাম্পে বসবাসরত উর্দ্দূভাষীদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ চলমান রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকাস্থ জেনেভা ক্যাম্পে ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির চেয়ারম্যান মো: লিয়াকত হোসেনের নেতৃত্বে উর্দ্দূভাষী বাসিন্ধরা এ আহ্বান জানান।

এসময় আদমজী জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন জানান, গত রবিবার (১ ডিসেম্বর) ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক এম. শওকত আলী বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্যাম্পে বসবাসরত উর্দ্দূভাষীদের বিনামূল্যে বিদু্যুৎ সরবরাহ চলমান রাখার প্রসঙ্গে ভুক্তভোগীদের পক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর একটি আবেদন করেছেন।

এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনার বরাবর অনুলিপি দেয়া হয়েছে।

তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে আমরা আদমজী বিহারী ক্যাম্পে বসবাস করছি। সেই থেকে সরকার ক্যাম্পবাসীদেরকে ত্রাণ, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে। গত ৫৩ বছরে বাংলাদেশ অনেক উন্নত হলেও উর্দ্দূভাষীরা অদ্যবধি চরম দারিদ্রসীমার নিচে মানবেতর জীবন-যাপন করছে।

সরকার আমাদের জাতীয় পরিচয়পত্র দিলেও আমাদেরকে পূনর্বাসনের কোন ব্যবস্থা করে নাই। বর্তমানে আমাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মিটার লাগানোর উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদেরকে পূনর্বাসনের বিষয়টি ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। 
 

সম্পর্কিত বিষয়: