ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও যুব সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের চেতনা যেভাবে বেহাত হয়েছিল, তেমনিভাবে জুলাই-আগস্টের বিপ্লবের চেতনা ও লক্ষ্যকে বেহাত করতে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানার আওতধীন ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মাদানী চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব সমাবেশে নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথ মূখরিত করে যুব সমাবেশে অংশগ্রহণ করেন। একপর্যায়ে নেতাকর্মীদের খণ্ড-খণ্ড মিছিলের অংশগ্রহনে যুব সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
জোসেফ বলেন, একটি স্বপ্ন নিয়ে, একটি আদর্শ নিয়ে, একটি মুক্ত গণতন্ত্র চর্চার আশা নিয়ে, একটি মুক্ত অর্থনীতির আশা নিয়ে, একটি বাকস্বাধীনতার আশা নিয়ে এ বিপ্লব সংঘঠিত হয়েছে। তাই এ বিপ্লবকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের, কারো ব্যক্তি বিশেষের নয়।
তিনি আরো বলেন, আওয়ামী স্বৈরাশাসনের মাধ্যমে বিগত ১৬ বছর দেশকে মাফিয়া চক্রের কাছে জিম্মি করে খুন, গুম, লুটপাট চালিয়েছে তারা। বিএনপি বার বার তাদের ফ্যাসিবাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে।
তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা যে সূচনা করেছে তাতে সকল জনগণ অংশগ্রহণ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতারিত করা হয়েছে। পতিতরা যেন কোনভাবে আর ফিরে আসতে না পারে সকলকে সতর্ক থাকতে হবে।
নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল রহমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সঞ্চলানায় যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদেলের সাবেক সাধারণ সম্পাদক মো: জুয়েল প্রধান এবং বিশেষ বক্তা ছিলেন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো: আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান মৃধা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: কাজী মারুফ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: নূরউদ্দিন নূরু, ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: দুলাল মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো: আব্দুস ছামাদ খান, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি রিয়াজুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: নূর আলম প্রধান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো: শাহআলম মাস্টার, শ্রমিকদল নেতা মো: আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এনএন সাগর, সদস্য মো: রানা আহমেদ মইনুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সম্্রাট আকবর ও ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: কাজী নূর আলম।
এছাড়াও মো: ফজলুল হক কণ্ট্রাক্টর, ইমরান হোসেন, জাকারিয়া শাকিল, শেখ মোহাম্মদ শিপু, নোমান আহমেদ ও নাজমুলের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া ও সোহাগ হাসান প্রমুখ।